তুমি না থাকলে

দুর্গাপুর ইস্পাত নগরীর আইন শৃংখলা পরিস্থিতির যা অবনতি ঘটেছে, শিল্প সংস্থা বন্ধ করা নিয়ে শাসক দলেরা যে গণতন্ত‌্র ভঙ্গ করছে, তা নিয়ে কিছু কথা লেখিছি। দুর্গাপুরের প্রান হোলো তার শিল্প, তাই যদি না থাকে তাহলে আমারা থাকবো কোথায়? আমার জন্মভূমী ছারা আমরা শিখবো কোথায়? মা না থাকলে ঘুমমাবো কার কোলে? 
দুর্গাপুরের বর্তমান পরিস্থিতির নিয়ে একটা লেখা 
 
তুমি না থাকলে 
তুমি না থাকলে, থাকবো কোথায়?
        কে আমায় পড়াবে? আমি শিখবো কোথায়? 
তুমি না থাকলে খেলবো কোথায়? 
        কানের দুলটা কিনবো কোথায়? 
             খেলতে খেলতে ব্যাঙের বাসাটা গড়বো  কোথায়? 
তুমি না থাকলে কোথায় দেখবো দুর্গা ঠাকুর?
        কোথায় পাবো বিসর্জনের ওই তালপুকুর? 
তুমি না থাকলে আমার দাদারা লড়বে কোথায়? 
তুমি না থাকলে মাটিতে শ্মশান, আকাশে শকুন 
     থাকবেই তুমি, রাখবো তোমায় 
   এই লড়াইয়ে সবাই আসুন।।

 #save_democracy
#save_Durgapur

Comments

Popular posts from this blog

Low life

Let's taste some "re-innovation"